সিন্ডিকেট বিবাদের জের। ভরদুপুরে গুলি চলল খাস কলকাতার বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে। জখম ২ জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, বাঁশদ্রোণীর ব্রক্ষ্মপুরে একটি অফিস ছিল মলয় দত্তের। মঙ্গলবার দুপুরে সেখানেই ছিলেন মলয়। অভিযোগ, আচমকা অফিসে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বিশ্বনাথ সিং ওরফে বাচ্চু। গুলি লাগে বুকে। শব্দ পেয়েই ছুটে যান স্থানীয়রা। এদিকে মলয়বাবুকে গুলি করতেই তাঁর সাগরেদরা পালটা বাচ্চুকে লক্ষ্য করে গুলি চালায়। খবর দেওয়া হয় পুলিশে। বাঁশদ্রোণী ছাড়ার পুলিশ যায় ঘটনাস্থলে। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে পাঠানো হয়েছে হাসপাতালে। শুরু হয়েছে চিকিৎসা।
দিনেদুপুরে পরপর গুলির শব্দে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। কী কারণে এই গুলি? জানা গিয়েছে, সিন্ডিকেট নিয়ে দীর্ঘদিন ধরেই মলয় ও বিশ্বনাথ ওরফে বাচ্চুর মধ্যে অশান্তি চলছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই গুলি বলে মনে করা হচ্ছে। ঠিক কী হয়েছিল তা জানতে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে। সেই কারণে, এলাকায় মোতােয়েন পুলিশ।
উল্লেখ্য, সোমবার রাতে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল নারকেলডাঙা। বেধড়ক মারধর করা হয়েছিল একজনকে। সেই ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। সেই ঘটনার রেশ কাটার আগেই এবার উত্তপ্ত হয়ে উঠল বাঁশদ্রোণী।
Be the first to comment