তিনি ভারতীয় সংগীত দুনিয়ার ডিস্কো কিং। সংগীত প্রেমীদের উপহার দিয়েছেন ভিন ট্রেন্ডের গান। বাংলা হোক বা হিন্দি, বাপিদার গান মানেই সুপারহিট। সুরের জগৎকে শূন্য করে চিরবিদায় নিলেন বাপ্পি লাহিড়ী। তাঁর গানের মধ্যে দিয়েই চিররঙিন হয়ে থাকবেন সকলের প্রিয় বাপিদা। সুরকারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে দুঃখপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ও।
মঙ্গলবার রাতে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৬৯ বছরের বাপ্পি লাহিড়ী। বুধবার সকালে টুইটারে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী লেখেন, বাপি লাহিড়ীর মিউজিকে জাদু ছিল, কতরকমের অভিব্যক্তি ছিল। সব প্রজন্মের মানুষের কাছেই তাঁর গান সুপারহিট। ছিলেন অত্যন্ত প্রাণবন্ত। গোটা দেশ তাঁর প্রয়াণে শোকাহত। বাপি লাহিড়ীর পরিবারের প্রতি সহানুভূতিও জানিয়েছেন মোদী।
মমতা টুইট করেন, “কিংবদন্তি গায়ক ও সুরকার বাপি লাহিড়ীর আকস্মিক প্রয়াণে আমি অত্যন্ত দুঃখিত। উত্তরবঙ্গের ছোট্ট ছেলেটি নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েই গোটা দেশে নাম-যশ অর্জন করেছিল। সংগীত জগতে তাঁর অবদান আমাদের গর্বিত করে। আমরা তাঁকে বঙ্গবিভূষণে সম্মানিত করেছিলাম। তাঁকে চিরকাল এভাবেই মনে রাখব আমরা।”
টুইটার হ্যান্ডেলে শোকজ্ঞাপন করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। শোকাহত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই কঠিন সময়ে তাঁর পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন প্রত্যেকেই।
তবে বুধবার শেষকৃত্য হচ্ছে না বাপ্পি লাহিড়ীর। বর্তমানে লস অ্যাঞ্জেলসে রয়েছেন তাঁর পুত্র বাপ্পা লাহিড়ী। বাবার মৃত্যুর খবর শুনেই তড়িঘড়ি রওনা দিয়েছেন সেখান থেকে। তবে এদিন রাত ২টোর আগে তিনি দেশে পৌঁছতে পারবেন না। ফলে বুধবার তাঁর অন্তেষ্টি সম্ভব নয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শেষকৃত্য হবে কিংবদন্তী এই সংগীতশিল্পীর। সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার জুহুতে পবনহংস মহাশ্মশানে বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হবে।
বাপ্পি লাহিড়ীর পরিবারের তরফ থেকে বলা হয়েছে, “আজকের দিনটি আমাদের কাছে খুবই দুঃখের। ওঁর পুত্র বাপ্পা লাহিড়ী এই মুহূর্তে লস এঞ্জেলেসে রয়েছেন। আগামীকাল সকালে তিনি ফিরবেন। তারপর অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে। ওঁর আত্মার শান্তি কামনা করুন। ভালোবাসা কামনা করি।”
Be the first to comment