সেনা-জঙ্গি সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠলো জম্মু কাশ্মীর। শুক্রবার ভোর থেকেই জম্মু কাশ্মীরের বারামুলার পাটটানে জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই শুরু হয়। জঙ্গিরা ঠিক কোথায় লুকিয়ে রয়েছে, তার খোঁজে চলছে চিরুনি তল্লাশি। পাশাপাশি সংঘর্ষের কারনে এলাকায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।
এদিকে বৃহস্পতিবার সকালে পুলওয়ামার অবন্তিপুরা এলাকায় সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। হামলার আঁচ পেতেই অবন্তিপুরা সেনা ছাউনির জওয়ানরাও পালটা গুলি চালাতে শুরু করেন। জওয়ানদের পালটা হামলায়, জঙ্গিরা সেখান থেকে চম্পট দেয় বলে খবর।
Be the first to comment