কলকাতার বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ার আতঙ্ক ফিরল বারাণসীতে। মঙ্গলবার সন্ধ্যায় ভেঙে পড়ল একটি নির্মীয়মান উড়ালপুলের একাংশ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৬ জনের মৃত্যু হয়েছে। ওই ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন কমপক্ষে ৫০ জন।
উল্লেখ্য, উড়ালপুলটি তৈরি করা হচ্ছিল বারাণসী ক্যান্টনমেন্ট রেল স্টেশন এলাকায়। নিহতদের অধিকাংশ সম্ভবত শ্রমিক। চারটি গাড়ি, বেশ কয়েকটি মিনিবাস ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকার্য শুরু করেছে প্রশাসন। ঘটনাস্থলে আনা হয়েছে বেশ কয়েকটি জেসিবি ও ভারী ক্রেন। সেগুলি দিয়েই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চলছে। খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ বিষয়টির উপরে নজর রাখছেন।
এদিকে দুর্ঘটনা সম্পর্কে বলতে গিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং সংবাদমাধ্যমে বলেন, রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ও মন্ত্রী নীলকান্ত তিওয়ারিকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের দ্রুত উদ্ধার করার নির্দেশ দিয়েছেন তিনি।
Be the first to comment