২০১৭-১৮ মরসুমে আয়ের রেকর্ড হল স্প্যানিশ লা লিগার বড় ক্লাব বার্সেলোনার। সেই মরসুমে ক্লাবটি ৯১৪ মিলিয়ন ইউরো আয় করেছে। বোর্ড অফ ডিরেক্টরের বার্ষিক সভায় এই হিসেব দেওায় হয়। ঐতিহাসিক এই ফিগারের ফলে ক্লাবের অপারেটিং মুনাফা ৩২ মিলিয়ন ইউরো এবং নিট মুনাফা দাঁড়িয়েছে ১৩ মিলিয়ন ইউরো। ২০২১ সালে এক বিলিয়ন ইউরো আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে যে পরিকল্পনা কাতালান ক্লাবটি করেছে এর প্রতিফলন ঘটেছে এই পরিমাণ থেকে। ক্লাবটি তাদের বর্ষশেষের হিসেবের বিস্তারিত উপস্থাপন করবে। সেইসঙ্গে পরের সাধারণ সভার আগেই নতুন বাজেট ঘোষণা করবে। সভায় সদ্যসমাপ্ত বিশ্বকাপ আসরে ফ্রান্সের হয়ে শিরোপা অর্জনকারী ক্লাবের দুই ফুটবল তারকা স্যামুয়েল উমতিতি ও ওসমানে ডেমবেলেকেও অভিনন্দন জানান বোর্ড পরিচালকরা।
Be the first to comment