সোমবার ব্যারাকপুর জুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক দিল বিজেপি। ব্যারাকপুরের সাংসদ তথা বিজেপি নেতার উপর পুলিশের আক্রমণের প্রতিবাদে এই বনধ বলে জানান বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনি পাত্র। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রবিবার ব্যারাকপুরের শ্যামনগরে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনার জেরে মাথা ফেটে যায় অর্জুন সিংয়ের। বিজেপির অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে মাথা ফেটেছে অর্জুন সিংয়ের। ঘটনার সূত্রপাত রবিবার সকালে। এদিন শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। পার্টি অফিস দখলের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু করে বিজেপি।
পরে সার্কাস মোড়ে অবরোধ চলাকালীন পুলিশ যায়। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে। অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে। সেই সময় পুলিশ স্থানীয় বিধায়ক পবন সিংকে আটক করে পুলিশ। পুলিশ অর্জুন পুত্রকে আটক করতেই আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু হয়। ঘটনায় জখম হন একাধিক পুলিশ ও বিজেপি কর্মী। লাঠির আঘাতে সাংসদ অর্জুন সিংয়ের মাথা ফেটে যায়।
এদিকে ঘটনার পর অর্জুন সিংয়ের বাড়ি ঘিরে রাখে পুলিশ। সেই সময় অর্জুন সিংয়ের বাড়ির সামনে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির মহিলা সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখান থেকে অন্তত ১৫ জন মহিলা কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।
Be the first to comment