বহুদিন ধরেই রেল ওভারব্রিজ তৈরির দাবি ছিল। কিন্তু রেল তাতে সাড়া দেয়নি। তাই এবার একেবারে সপ্তাহের শুরুর দিনে, সোমবার ব্যারাকপুর স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন নিত্যযাত্রীরা। অবরোধের জেরে সপ্তাহের প্রথম কাজের দিন শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। ব্যস্ত সময়ে ভোগান্তির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। রেলের তরফে জানা গিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
অবরোধকারীদের অভিযোগ, আমফানের জেরে ব্যারাকপুর রেল স্টেশনের মাঝখানে থাকা ফুট ওভারব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকে রেলের তরফে ব্রিজ তৈরির আশ্বাস দেওয়া হলেও তা পূর্ণ হয়নি। যার জেরে হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। ১৭ ই জুলাই অর্থাৎ আজ নাগরিক প্রতিরোধ মঞ্চের তরফ থেকে ফুট ওভারব্রিজের দাবিতে রেল রোকোর ডাক দেওয়া হয়।সেইমত নাগরিক প্রতিরোধ মঞ্চ ব্যারাকপুর শাখার তরফ থেকে ব্যারাকপুর স্টেশন চত্ত্বরে সকাল ৮ থেকে জমায়েত করে,স্টেশন চত্বরে একটি মিছিল করে এবং তাদের বক্তব্য রাখে।তারপরেই তাদের পূর্বপরিকল্পিত ঘোষণা অনুযায়ী ১৪ নম্বর গেটে অবরোধ শুরু হয়েছে।
Be the first to comment