ব্যারাকপুরের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ রাজ্যের, সিবিআই চায় বিজেপি

Spread the love

৪ অক্টোবর রবিবার বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। সোমবার সকালেই মণীশের বাড়ি যান কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং সহ বিজেপি নেতৃত্ব। পরিবারের সঙ্গে কথা বলে তাঁরা সিবিআই তদনের দাবি করেন। পরবর্তীতে রাজ্য পুলিশ একটি টুইট বার্তায় তদন্ত চলছে বলে জানায়। আমরা এই ঘটনাপ্রবাহ পাঠকদের সামনে তুলে ধরেছি। এদিন দুপুর ২টো নাগাদ সিআইডি তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার। যদিও তাতে খুশি নয় বিজেপি।

মণীশের দেহ ময়নাতদন্তের জন্য এনআরএসে আনা হয়েছে। সেখানেও বিজেপি নেতারা ঢোকার চেষ্টা করলে প্রথমে পুলিশ বাধা দেয়। চরম বিশৃঙ্খলা শুরু হয় এনআরএসের সামনে। পরবর্তীতে পুলিশ বিজেপি নেতাদের ভিতরে যাওয়ার অনুমতি দেয়। অন্যদিকে বনধ ঘিরে রণক্ষেত্রের আকার নেয় বি.টি.রোড। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ করে ইট, কাঁচের বোতল ছোড়া হয়। পুলিশ মারমুখী অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় ও কাঁদানে গ্যাস ছোঁড়ে।

অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একের পর এক টুইট বার্তা ও সাংবাদিক সম্মেলন করেন এই বিষয়ে। দিলীপ ঘোষ থেকে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় থেকে সম্বিত পাত্র সকাল থেকে পরপর সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা করে সিবিআই তদন্ত দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*