বিদেশী ধাঁচে তৈরী হবে বারুইপুরে সংশোধনাগার

Spread the love

মাসানুর রহমান –

এবার বিদেশী ধাঁচে তৈরী হচ্ছে বারুইপুর সংশোধনাগার। সাদা রঙের দুটি বিশাল বাড়ি, তিনতলা এই বাড়ি দুটিই হল সংশোধনাগারে বন্দীদের থাকার জায়গা। কয়েক একর জমিতে নতুন সংশোধনাগার তৈরীর কাজ শেষ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই সংশোনাগারে বিদেশী ধাঁচের সঙ্গে আধুনিক প্রযুক্তিরও ব্যবহার করা হচ্ছে বলে কারা দপ্তর সূত্রে খবর। খুব শীঘ্রই শেষ হবে কাজ। আলিপুর থেকে কেন্দ্রীয় সংশোধনাগারটিকে এখানে সরিয়ে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের।

এছাড়াও থাকবেও আরও বহু কিছু, এই সংশোধনাগারের বন্দীদের জন্য নানা রকমের আধুনিক ব্যবস্থাও করা হচ্ছে। এর মধ্যেই তৈরী করা হচ্ছে বন্দীদের জন্য খেলার মাঠ। তাদের শরীরচর্চার জন্য আধুনিক জিমেরও ব্যবস্থা থাকছে, যোগব্যায়াম চর্চাকেন্দ্র তৈরী করা হচ্ছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থাকছে, এমনকী সংস্কৃতিচর্চার জন্য অডিটোরিয়ামও তৈরী করা হবে, থাকছে আধুনিক হাসপাতাল, রান্নাঘর প্রভৃতি। খোলামেলা পরিবেশে বন্দীদের সংশোধনের কাজ চালাবেন কর্তৃপক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*