কোরোনা নিয়ে সচেতন করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে মার খেলেন পুলিশকর্মীরা । দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা।
বারুইপুরের উত্তর রামধারি এলাকায় আজ সকালে ভিড় জমিয়েছিল কয়েকজন । যা দেখে তাঁদের সচেতন করতে আসেন তিন পুলিশকর্মী । বারুইপুর থানার একজন সাব ইন্সপেক্টর ও দু’জন কনস্টেবল কোরোনার সংক্রমণ নিয়ে তাঁদের বোঝাতে শুরু করেন এবং বাড়ি যাওয়ার পরামর্শ দেন । কিন্তু তাঁদের মধ্যে অনেকেই তা শুনতে চাননি। তাঁরা পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । তা সত্ত্বেও পুলিশকর্মীরা মাস্ক, স্যনিটাইজ়ার এবং নির্দিষ্ট দূরত্ব মানার কথা বলতে গেলে তাঁদের উপর চড়াও হন তাঁরা । লাঠি, বাঁশ, জুতো, ঝাঁটা দিয়ে চলে বেধড়ক মারধর ।
ঘটনাটি জানতে পেরে বারুইপুর থানার পুলিশকর্মীরা গিয়ে ওই তিনজনকে উদ্ধার করে ক্য়ানিং মহকুমা হাসপাতালে ভরতি করেন । এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি । এই ঘটনাটির পর রামধারি এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।
Be the first to comment