বারুইপুরে রেলের ফুট ওভারব্রিজের স্ল্যাব ভেঙে পড়ে মৃত্যু হলো এক মহিলার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক মহিলা।
শুক্রবার সন্ধ্যা ৮ টা নাগাদ ঘটনাটি ঘটে। পুজোর বাজার করতে গিয়েছিলেন বারুইপুরের মাদারহাটের বাসিন্দা বছর ৬৩’র অসীমা প্রামাণিকের। অসীমা দেবীর মেয়ে মৌসুমি প্রামাণিকের বক্তব্য, পুজোর বাজার করতে মা-মেয়ে গিয়েছিলেন বারুইপুর স্টেশন লাগোয়া বাজারে। বারুইপুর স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে অনেক দোকান বসে। সেখানেই এক ফুলের দোকানে গিয়েছিলেন তাঁরা। মেয়ের থেকে একটু পিছনে ছিলেন অসীমা দেবী। অভিযোগ সেই সময়ই ফুট ওভারব্রিজের স্ল্যাব খুলে পড়ে তাঁর মাথায়।
মৌসুমি প্রামাণিকের অভিযোগ রেলের তরফে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অসীমা প্রামাণিকের। গুরুতর আহত হয়েছেন ছবি বিশ্বাস নামের ৪০ বছরের আরও এক মহিলা। তাঁকে ভর্তি করা হয়েছে বারুইপুর হাসপাতালে।
দুর্ঘটনার পরেই রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। তাঁদের অভিযোগ এই ফুট ওভারব্রিজের হাল খুব খারাপ। অনেক বলার পরেও রেলের তরফে তা মেরামত করা হয়নি। মাঝেমধ্যেই ছোট ছোট টুকরো ভেঙে পড়ে। এর আগেও অনেকে আহত হয়েছেন। এই মৃত্যুর দায় নিতে হবে রেলকে।
রেলের তরফে দুর্ঘটনার দায় স্বীকার করে এক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তাঁদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কর্তব্যে গাফিলতির কারণ দেখিয়ে দুই কর্মীকে সাসপেন্ড করেছে রেল।
Be the first to comment