বারুইপুরে দু’গোষ্ঠীর সংঘর্ষ, বেধড়ক মারধর করা হলো পুলিশকেও

Spread the love

চরম আকার নিলো মদ্যপদের বচসা ৷ এক পক্ষ অন্য পক্ষকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি কাচের বোতল দিয়ে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় দু’জন ৷ পরে ঘটনায় নতুন মোড় আসে ৷ আহতদের বাড়ির লোকজন এসে ঝামেলা বাধায় হাসপাতাল চত্বরে ৷ পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদেরও বেধড়ক মারধর করা হয়। ঘটনায় একজন সাব ইন্সপেক্টর সহ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। বেধড়ক মারধর করা হয়েছে এসআই দীপঙ্কর দাসকেও। তাঁদের প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বারুইপুর বাইপাস এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বারুইপুরের যোগী বটতলা এলাকার সাজামল গোষ্ঠীর সঙ্গে আবদুর সালাম গোষ্ঠীর বচসা বাধে ৷ তাদের বেশ কয়েকজন মত্ত অবস্থাতেও ছিল ৷ পরে বচসা গড়ায় হাতাহাতিতে ৷ হাতে থাকা কাচের বোতল নিয়ে একে অন্যের ওপর চড়াও হয় ৷ ছুরি দিয়েও কয়েকজনকে কোপায় ৷ অভিযোগ, সাজামলের লোকেরাই আবদুর সালাম, তার ছেলে হায়দার ও তাদের অনুগামীদের বেধড়ক মারধর করে ৷ ঘটনায় উভয়পক্ষের মোট ৫ জন জখম হয় ৷ গুরুতর জখম হয় আবদুর সালাম ও হায়দার ৷ তড়িঘড়ি তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ হাসপাতাল চত্বরেই প্রতিশোধের ক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন ৷

কিছুক্ষন আবার ঝামেলা শুরু হয় ৷ এদিকে চিকিৎসকরা পরিস্থিতি সামাল দিতে এলে তাঁদের উপরই চড়াও হয় পরিবারের লোকজন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ এবার পুলিশের উপরও চড়াও হয় তারা ৷ ঘটনায় একজন সাব ইন্সপেক্টর সহ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। বেধড়ক মারধর করা হয়েছে এসআই দীপঙ্কর দাসকে।

শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ আজ তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*