স্কুলের উন্নয়ন খাতে লক্ষাধিক টাকা আর্থিক তছরুপের অভিযোগে স্কুলের অফিস ঘরে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল স্কুলের অভিভাবকরা । ঘটনাটি ঘটেছে বারুইপুরের সিতাকুন্ডুর চিত্তশালি প্রাথমিক বিদ্যালয়ে। বিক্ষোভের জেরে আরও তিন সহ শিক্ষককে স্কুলে আটক থাকতে হয়। স্কুল চত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা ।
স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেনের শাস্তির দাবিতে সরব হয়েছেন অভিভাবকরা । তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলের উন্নয়নে নজর দিচ্ছেন না প্রধান শিক্ষক। স্কুল উন্নয়নের খাতে লক্ষাধিক টাকা এলেও স্কুলের দরজা ,জানালা ,রান্নাঘর নির্মাণ বা স্কুল রঙ করা… কোনওটাই হয়নি । বার বার প্রধান শিক্ষককে জানিয়েও কোন প্রতিকার হয়নি । লক্ষাধিক টাকা তছরুপ করেছেন প্রধান শিক্ষক ।
জানা গিয়েছে, প্রায় ১০০ জনের মত অভিভাবক স্কুল চত্বরে বিক্ষোভ দেখান । যদিও এই বিষয়ে প্রধান শিক্ষকের কোন মন্তব্য পাওয়া যায়নি । বারুইপুরের দক্ষিন চক্রের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অর্পিতা রায় চৌধুরী জানান, ” বিষয়টি শুনেছি, খতিয়ে দেখা হবে। প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদও করা হবে।”
Be the first to comment