লক্ষাধিক টাকা তছরুপের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

Spread the love
স্কুলের উন্নয়ন খাতে লক্ষাধিক টাকা আর্থিক তছরুপের অভিযোগে স্কুলের অফিস ঘরে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল স্কুলের অভিভাবকরা । ঘটনাটি ঘটেছে বারুইপুরের সিতাকুন্ডুর চিত্তশালি প্রাথমিক বিদ্যালয়ে। বিক্ষোভের জেরে আরও তিন সহ শিক্ষককে স্কুলে আটক থাকতে হয়। স্কুল চত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা ।
স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেনের শাস্তির দাবিতে সরব হয়েছেন অভিভাবকরা । তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলের উন্নয়নে নজর দিচ্ছেন না প্রধান শিক্ষক। স্কুল উন্নয়নের খাতে লক্ষাধিক টাকা এলেও স্কুলের দরজা ,জানালা ,রান্নাঘর নির্মাণ বা স্কুল রঙ করা… কোনওটাই হয়নি । বার বার প্রধান শিক্ষককে জানিয়েও কোন প্রতিকার হয়নি । লক্ষাধিক টাকা তছরুপ করেছেন প্রধান শিক্ষক ।
জানা গিয়েছে, প্রায় ১০০ জনের মত অভিভাবক স্কুল চত্বরে বিক্ষোভ দেখান । যদিও এই বিষয়ে প্রধান শিক্ষকের কোন মন্তব্য পাওয়া যায়নি । বারুইপুরের দক্ষিন চক্রের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অর্পিতা রায় চৌধুরী জানান, ” বিষয়টি শুনেছি, খতিয়ে দেখা হবে। প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদও করা হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*