১০০ টি অতিরিক্ত শয্যা নিয়ে করোনা সেন্টারে রূপান্তরিত হচ্ছে বারুইপুর মহকুমা হাসপাতাল, বসছে ২টি অক্সিজেন প্লান্টও

Spread the love

করোনাকালে শয্য়া সঙ্কট মেটাতে নয়া উদ্যোগ নিল বারুইপুর মহকুমা হাসপাতাল। ১০০ টি নতুন শয্যা-সংযোজন ঘটিয়ে মহকুমা হাসপাতালকেই রূপান্তরিত করা হল করোনা সেন্টারে। পাশাপাশি, অক্সিজেনের ঘাটতি মেটাতে হাসপাতাল চত্বরেই বসানো হচ্ছে দুটি অক্সিজেন প্লান্ট।

বারুইপুর মহকুমা হাসপাতাল সূত্রে খবর,  করোনার দ্বিতীয় ঢেউয়ে জেলায় ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে শয্যা সঙ্কট কাটাতে গোটা হাসপাতালের বিল্ডিংটিকেই করোনা হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। সংযোজিত হচ্ছে নতুন ১০০ টি কোভিড শয্যা। হাসপাতালের পুরনো বিল্ডিংয়ে থাকা সাধারণ, জরুরি ও স্ত্রী বিভাগকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাশের নতুন মাল্টি স্পেশালিটি হাসপাতালের বিল্ডিংয়ে।

পাশাপাশি অক্সিজেন সঙ্কট কাটাতে পুরনো হাসপাতাল বিল্ডিংয়ের চত্বরেই বসছে দুটি অক্সিজেন প্লান্ট। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের উদ্য়োগে, এই প্লান্ট দুটিতে তৈরিতে খরচ পড়বে প্রায় ৫ কোটি টাকা। অতি সত্বর যাতে এই প্লান্ট দুটি বসানোর ব্যবস্থা করা হয়, তা খতিয়ে দেখবে স্বাস্থ্য় দফতর, এমনটাই জানিয়েছেন বারুইপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য গৌতম দাস। এর ফলে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসতে পারবেন ও চিকিৎসা পাবেন এমনটাই আশা করছে জেলা প্রশাসন।

উল্লেখ্য, শনিবার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ১৯ হাজার ৪৩৬ জন। এই সময়পর্বে রাজ্যে একদিনে করোনায় ১২৭ জনের মৃত্যু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*