যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা বলা হচ্ছে, তা নয়। বিষয়টি আমরা পর্যালোচনা করছি। অভিযুক্তরা কঠিন শাস্তি পাবে। বাসন্তীর ঘটনা প্রসঙ্গে বললেন কলকাতার মেয়র ও মন্ত্রী তথা দক্ষিণ ২৪ পরগণার তৃণমূল সভাপতি শোভন চট্টোপাধ্যায়।
শুক্রবার তিনি বলেন, “বাসন্তীর ঘটনা নিয়ে ইতিমধ্যেই গতকাল থেকেই প্রশাসনের দিক থেকে দেখা হচ্ছে। বাসন্তীতে কুশুমেলাকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে, যেটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলা হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” তিনি আরও বলেন, “এরকম একটি ঘটনা দুজনের মৃত্যু এবং কয়েকজনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। একজন নাবালকের প্রাণ গেছে। এটা অত্যন্ত দুঃখজনক। রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে যাতে রাজনৈতিক কোনও হস্তক্ষেপে ওই জায়গায় রাজনৈতিক সংঘাত বা অন্য কোনও সংঘাতে পরিণত না হয়, তারজন্য যা ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থা ওখানে গ্রহণ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে।”
Be the first to comment