মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেল একটি ট্রলার। স্থানীয় সূত্রের খবর, এফবি সত্যনারায়ণ নামে ওই ট্রলারটি নামখানা থেকে বুধবার রওনা দেয় মাছ ধরার জন্য। মাছ ধরে ফেরার সময় খারাপ আবহাওয়ার মুখে পড়ে ট্রলারটি। ঝড়ের কারণে সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছে সেটি ডুবে যায়। ট্রলারে ১৮ জন মতস্যজীবী ছিলেন। তাঁদের কারও খোঁজ মেলেনি। উপকূলরক্ষী বাহিনী তল্লাশি চালাচ্ছে।
কাকদ্বীপ মতস্যজীবী সংগঠনের সভাপতি সতীনাথ পাত্র বলেন, প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। আমাদের কাছে খবর এসেছে, সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারটি ডুবে গিয়েছে। খারাপ আবহাওয়ার কারণে অন্যান্য ট্রলারের সঙ্গে এই ট্রলারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উপকূলরক্ষী বাহিনী তল্লাশি চালাচ্ছে। তবে আবহাওয়া খারাপ থাকায় তল্লাশির কাজ ব্যাহত হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর দুদিন আগেই সতর্কতা জারি করে বলেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। এর জন্য দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা-সহ বেশ কয়েকটি জেলাকে সতর্ক থাকতে বলা হয়েছে। মতস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তা থাকা সত্ত্বেও ট্রলারটি মাছ ধরতে গেল কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Be the first to comment