সুপ্রিম কোর্টে যাচ্ছে সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড

Spread the love

যেমনটা ভাবা হয়েছিল, সেই পথেই হাঁটল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷ লোধা কমিটির নিয়ম সংশোধনের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে বিসিসিআই৷ রবিবার মুম্বইয়ে বিসিসিআই-এর সদর দফতরে বোর্ডের ৮৮তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷

সুপ্রিম কোর্ট নি়যুক্ত লোধা কমিশন সংশোধিত ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান নিয়ে আগেই সরব হয়েছিলেন বোর্ডকর্তারা৷ এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সভাপত্বিতে প্রথম বোর্ডের সভাতেই বোর্ড আধিকারিকদের সময়সীমা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷

লোধা কমিশন সংশোধিত বিসিসিআই-এর সংবিধানে কোনও আধিকারিক টানা ছ’বছরের বেশি (বোর্ড ও রাজ্য সংস্থা মিলিয়ে) পদ দখল করে থাকতে পারবেন না৷ ছ’ বছর হয়ে গেলেই তাঁর বাধ্যতামূলক তিন বছরের কুলিং-অফে যেতে হবে৷ এই নিয়মের ফলে মাত্র ৯ মাস পরেই বোর্ড প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে সৌরভকে৷

গত অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডে সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ-র (কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর) শাসন শেষ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ২৩ অক্টোবর বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসে ইডেন গার্ডেন্স ঐতিহাসিক পিঙ্ক বলে দিন-রাতের টেস্ট আয়োজন করেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ বিশ্বক্রিকেট সৌরভের এই প্রচেষ্টার ভূয়সি প্রশংসা করে৷

সৌরভের মতো কোনও বড়মাপের ক্রিকেটার প্রথমবার ভারতীয় বোর্ডের মসনদে বসেন৷ফলে সারা বিশ্বের ক্রিকেটাররা বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভকে শুভেচ্ছা জানায়৷ কিন্তু বোর্ডের নিয়মে আগামী বছর জুনে প্রেসিডেন্টের পদ ছাড়তে হবে সৌরভকে৷ কিন্ত সৌরভের নেতৃত্বাধীন বোর্ডকর্তারা আগামী তিন বছর সৌরভকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান৷

ভারতীয় বোর্ড চায় লোধা কমিটির নিয়ম সংশোধন করে রাজ্য ও বোর্ডে আলাদা আলাদা করে ছ’ বছর টানা কাজ করার সুুযোগ দেওয়া হয়৷ তারপর কুলিং-অফ থাকলেও কোনও আপত্তি নেয় সৌরভ ও জয় শাহদের৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*