রুপ বিশেষজ্ঞ শর্মিলা সিং ফ্লোরা-
এখন তো মোটামুটি সবাই কেই বাইরে যেতে হয় কাজের জন্য বা যেকোন দরকারে, আর এর সাথে সান ট্যানিং রোজকার সমস্যা হয়ে গেছে।
আপনারা যদি রোজ চুল ও ত্বকের মতো হাত ও পায়ের যত্ন নেন তাহলে এই সমস্যা গুলি থেকে রেহাই পাবেন অতি সহজেই।
রোজ যদি ফ্লোরার বডি ওয়াস ও ট্যান ক্লিয়ার স্ক্রাব হাত ও পায়ে ব্যবহার করা যায় তাহলে ট্যান একদম রিমুভ হয়ে যাবে। এর সাথে সান স্ক্রিন রোজই ব্যবহার করতে হবে। এটা খুবই দরকার।
এছাড়া পায়ে যদি রোজ ফ্লোরার ফুট ক্রিম ম্যাসাজ করতে পারেন ৫ মি: করে তাহলে পায়ের সমস্ত সমস্যার সমাধান হবেই।
এর সাথে মাসে একবার করে বডি পলিস করা যেতে পারে ফ্লোরার প্রোডাক্ট দিয়ে।
প্রথমে বডি ওয়াস দিয়ে বডি ক্লিন করে তারপর ভাল করে ফ্লোরার বডি ওয়েল ম্যাসাজ করে ফ্লোরার ভেজ পিল টা ব্যবহার করুন।
এর সাথে ফ্লোরার গ্লো প্যাক টাও লাগানো যেতে পারে। এই ভাবে ঘরে বসেই পেয়ে যাবেন চকচকে হাত, পা, বডি ও স্কিন।
Be the first to comment