“বিধানসভার স্পিকারের রুমে ঢোকা মানেই ইস্তফা পত্র জমা দেওয়া নয়”- এমনটাই সাংবাদিকদের সামনে আজ জানালেন তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। প্রসঙ্গত গতকাল জানা যায় বিধানসভার স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন বিধায়ক বেচারাম মান্না। কিছুক্ষণ পর আবারও জানা যায় তৃণমূল ভবন থেকে বেচারাম মান্না কে ডাকা হয়েছে তারপর তিনি সেই ইস্তফাপত্র আবার ফিরিয়ে নিয়েছেন।
কিন্তু আজ সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে বেচারাম বাবু বলেন, কোন কোন সংবাদমাধ্যম ভুয়ো খবর ছড়াচ্ছে স্পিকারের ঘরে ঢোকা মানে ইস্তফা পত্র জমা দেওয়া নয়। তিনি আরো বলেন,” সর্বভারতীয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার কথা হয়েছে। কেউ কেউ ভুয়ো খবর ছড়াচ্ছে, সত্যিটা জানা উচিত।
তিনি আরো বলেন, “সিঙ্গুরের কথা উঠলেই অনেকে ভাবেন রবীন্দ্রনাথ বাবুর সাথে আমার দ্বন্দ্ব আছে আসলে তা নয়। রবীন্দ্রনাথবাবু মাস্টারমশাই আমি তাঁকে খুব সম্মান করি। আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো।
Be the first to comment