নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত বিয়ার বোঝাই ট্রাক ৷ ট্রাক উল্টে যাওয়ায় দুঃখ কম, উল্লাসের বন্যা বইল স্থানীয় মানুষজনের মধ্যে ৷ বাদ গেলেন না পুলিশকর্মীরাও ৷ তাঁদের মধ্যেও আনন্দের হিড়িক বয়ে গেল ৷ এমনকী পুলিশকর্মীদের মধ্যেও অনেকেই সেই উল্টে যাওয়া ট্রাক থেকে বিয়ারের বোতল কুড়োতে লাগলেন ৷
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ৯৩ নং জাতীয় সড়কে। জানা গিয়েছে, বিয়ার ভর্তি ট্রাকটি আলিগড় থেকে আগ্রা যাচ্ছিল। কিন্তু হাতরাস জেলার সাসনি পুলিস স্টেশনের অন্তগর্ত নাগলা রাত্না গ্রামের কাছে এসে সেটি দুর্ঘটনার কবলে পড়ে।
একটি স্কুলবাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি। পড়ে যায় পাশের একটি ঝোপে। ঘটনায় গুরুতর আহত ট্রাকের চালক এবং খালাসি। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, দুর্ঘটনার পর ভাল বিয়ারের বোতলগুলি কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায় গ্রামবাসীদের মধ্যে।
অনেকেই সেখান থেকে বিয়ার কুড়োতে থাকেন। এমনকি দেখা যায়, পুলিস আধিকারিকরাও বিয়ার কুড়োতে শুরু করেছেন। কিন্তু এ ব্যাপারে প্রশ্ন করা হলে তাঁরা অদ্ভুত যুক্তি দেন। বলেন, যাতে কেউ চুরি না করতে পারে, তাই তাঁরা সেগুলি নিজেদের কাছে রাখছেন।
Be the first to comment