বেহালা চড়কতলার ঘটনায় অভিযুক্ত বাবন বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার তৃণমূলের

Spread the love

বেহালার ১২১ নম্বর ওয়ার্ডের চড়কতলায় চড়কমেলার দখলকে কেন্দ্র করে তৃণমূলার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গুলি চালনার ঘটনায় অন্যতম অভিযুক্ত যুব তৃণমূল নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাবনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস ৷ মঙ্গলবার রাতের ওই অশান্তির ঘটনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে ভালভাবে নিচ্ছেন না, তা আগেই জানিয়েছিলেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় ৷ তারপরেই বাবনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল ৷

রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন, গোটা বিষয়টি পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল যে সিদ্ধান্ত নিয়েছে তা সকলকে মেনে নিতে হবে ৷ রত্নার দাবি, বাবন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও এর আগেও একাধিক অভিযোগ জমা পড়েছে, তিনি নিজেও তাকে সতর্ক করেছিলেন ৷ কিন্তু নিজেকে না শোধরানোয় তার বিরুদ্ধে এই কড়া ব্যবস্থা নেওয়া হল ৷ খাস কলকাতায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও তার জেরে অশান্তি ও গুলি চালনার যে অভিযোগ উঠেছে, তাতে যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব ৷

উল্লেখ্য, এই ঘটনায় সিন্ডিকেট, কাটমানি ও তোলাবাজির টাকার ভাগ বাটোয়ারার দিকটিও সামনে এসেছে ৷ অভিযুক্ত বাবনের একটি অডিয়ো টেপও সামনে এসেছে ৷ কথোপকথনে যে দু’জনের কণ্ঠস্বর শোনা গিয়েছে, তাদের একজন হল সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাবন ৷ সেখানে বিপরীত গোষ্ঠীর এক সদস্য অভিযোগ করছেন, একটি প্রমোটারের থেকে বাবন টাকা নিয়েছে। সেই বখরা তারা পায়নি। আর সেই দাবি শুনে ক্ষুব্ধ বাবন আরও এক সিন্ডিকেট সদস্যকে ফোনে বলছে, হাঁটুর বয়সি ছেলে। ও আমাকে ফোন করার সাহস পায় কী করে। আমি আমার ভাগ তুলেছি। ওকে কৈফিয়ত দেব? ও নিজের ভাগ তুলুক। এমনকি একাধিক মামলা চলছে তার নামে, সেটা গর্ব করে বলতেও শোনা গিয়েছে এই অভিযুক্তকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*