সাড়ে তিন বছর পর বেহালায় শোভন, মমতা পার্থকে একের পর এক কড়া ভাষায় আক্রমণ

Spread the love

প্রায় সাড়ে তিন বছর পর মঙ্গলবার শোভন বেহালায় গেলেন সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। হুডখোলা জিপে বিজেপি-র হয়ে রোড শো করার পর একের পর আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়কেও।

পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ‘২০০১ সালের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় বালিগঞ্জে দাঁড় করাতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে। শোভনের কথায়, ‘‘আমি ওঁকে নিজের জায়গায় নিয়ে এসে ঘাড়ে করে জিতিয়েছিলাম। বহু অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এখনও যে উন্নয়নের কাজ বেহালা জুড়ে চলছে, তা আমার ২০১৭ সালের পরিকল্পনা করে দেওয়া। কোটি কোটি টাকা খরচ করে বেহালায় পানীয় জলের সমস্যার সমাধান করেছি। বেহালায় নিকাশি ব্যবস্থার উন্নয়ন করেছি।’’

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাঁর বক্তব্য, ‘‘সমস্ত জায়গা থেকে চক্রান্ত করে যে ভাবে আত্মীয়তার সুযোগে সমস্ত পরীক্ষিত সৈনিকদের দলের বাইরে বার করে দিয়েছেন, আমরা নির্দিষ্ট করেই ভারতীয় জনতা পার্টির শরিক। যে দল আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছে। কর্মী হিসেবে আমরা মনে করি আমরা নির্দিষ্ট লক্ষ্যে মানুষের কাজ করার পথে এগিয়ে যাব।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*