চতুর্থ দফার ভোটে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা চোখে পড়ছে। আসানসোলে বাবুল সুপ্রিয়র গাড়ি ঘিরে বিক্ষোভ থেকে শুরু করে বহরমপুরে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ। এরই মধ্যে বহরমপুরের বেলডাঙায় শুরু হয়েছে ব্যাপক বোমাবাজি। জানা গিয়েছে, বেলডাঙার ৩১, ৩২ ও ৩৩ নং বুথে ব্যাপক বোমাবাজি চালাচ্ছে একদল বহিরাগত। আতঙ্কে লাইন ছেড়ে পালিয়ে যাচ্ছেন ভোটাররা। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের মদতেই চলছে বোমাবাজি। তবে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে, দুবরাজপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথের মধ্যেই গুলি চালায় আধাসেনা। মোবাইল জমা রাখা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। বীরভূম লোকসভা কেন্দ্রের দুবরাজপুরে কাননদিঘির ২৮৪/২৫৯ নম্বর বুথে এ নিয়ে আধাসেনার সঙ্গে বচসা শুরু হয় ভোটারদের।
Be the first to comment