নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রণক্ষেত্র বেলডাঙা, চললো ভাঙচুর

Spread the love

নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ ও NRC- এর প্রতিবাদে অগ্নিগর্ভ বেলডাঙা। বেলডাঙা রেল স্টেশনে আগুন লাগিয়ে দিলো উত্তেজিত জনতা। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে সকেট বোমা ছোড়ে বলে জানা গিয়েছে। পুলিশের গাড়ি সহ অ্যাম্বুলেন্সে ভাঙচুর করা হয় ৷ আক্রান্ত বেশ কয়েকজন পুলিশকর্মী। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল।

প্রসঙ্গত, বেলডাঙা বড়ুয়া মোড়ে জমিয়ত উলামায়ে হিন্দের তরফে নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৯ ও NRC-এর প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ দেখায় কয়েক হাজার মানুষ। জাতীয় সড়ক অবরোধ করেও চলে বিক্ষোভ। স্টেশনে আগুন লাগিয়ে ভাঙচুর করা হয়। রাস্তায় পোড়ানো হয় টায়ার। ভাঙচুর চালানো হয় রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ভাঙচুর হয় পুলিশের গাড়িতেও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বহরমপুর থেকে RAF ও অতিরিক্ত পুলিশ আনা হয়। দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক। বেলডাঙা স্টেশনে ভাঙচুর করা হয় ৷ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ পাল্টা পুলিশের দিকে সকেট বোম ছোড়া হয় বিক্ষোভকারীদের তরফে ৷

তবে শুধু বেলডাঙা নয়, এই ইশুতে প্রতিবাদ জানাতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশেই বিক্ষোভ শুরু হয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে জেলার বিভিন্ন এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*