পঞ্চায়েত বোর্ড গঠন পালা শেষ। এলাকা আপাতত শান্ত। কিন্তু ফের উত্তজনা ছড়াল মঙ্গলবার রাতে। গ্রামের জঙ্গলে ঘেরা মাঠে তাজা বোমা উদ্ধার ঘিরে আপাতত ঘুম উড়েছে বেলডাঙার বাসিন্দাদের।
গতকাল রাত ১০টা নাগাদ বেলডাঙা থানার বেনাদহ দাসপাড়া গ্রামের মাঠ থেকে বোমা উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, সাত ড্রাম ভর্তি তাজা বোমা লুকনো ছিল জঙ্গলে ঘেরা মাঠের ভিতর। স্থানীয়েরা জানিয়েছেন, তাঁরাই প্রথম জানতে পারেন জঙ্গলের ভিতর বোমা বাঁধার কাজ চলছে। খবর দেওয়া হয় পুলিশে।
রাতেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও বম্ব স্কোয়াডের কর্মীরা। জানা গেছে, ড্রামের ভিতর প্রায় ১৫০-২০০ টি তাজা বোমা মজুত করা ছিল। ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতারও করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়।
কেন এই বোমা গুলি মজুত করে রাখ হয়েছে সে নিয়ে এখনও ধন্দে রয়েছে পুলিশ। এক পুলিশ আধিকারিকের মতে, পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে ঝামেলা হওয়ার আশঙ্কায় বোমাগুলি মজুত করা হয়ে থাকতে পারে। এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বুধবার সকালে একটি খোলা মাঠে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।
Be the first to comment