বেলডাঙায় নৌকাডুবিতে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে সাহায্য রাজ্যের

Spread the love

মুর্শিদাবাদের বেলডাঙায় প্রতিমা নিরঞ্জনের সময় নৌকা উলটে মৃত পাঁচজনের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল রাজ্য সরকার । প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷

দশমীর দিন বেলডাঙার হাজরা পরিবারের প্রতিমা নিরঞ্জনের সময় দু’টি নৌকা উলটে মৃত্যু হয় পাঁচজনের । দু’টি নৌকায় কমপক্ষে ৭০ থেকে ৮০ জন উঠেছিলেন। নৌকায় অতিরিক্ত লোক ওঠার কারণে দুর্ঘটনা ঘটে বলে দাবি অনেকের । তা ছাড়া ঘাটে পুলিশি ব্যবস্থারও খামতি ছিল। এমনকী নৌকায় লাইফ জ্যাকেটও ছিল না । এদিকে পরিবারের অনেকে মদ্যপান করে নৌকায় উঠেছিল বলে অভিযোগ উঠেছে।

পুলিশের তরফে জানানো হয়, ঐতিহ্য বজায় রাখতেই হাজরা পরিবারকে বাইচ করে নিরঞ্জনের মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল । কিন্তু আদালতের রায় অমান্য করে নিরঞ্জনের অনুমতি দেওয়ায় প্রশাসনকেই কাঠগড়ায় তোলেন অনেকে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*