ফের কোরোনায় আক্রান্ত পশ্চিম মেদিনীপুরের এক ব্যক্তি। দিনদুয়েক আগে মেদিনীপুরে আক্রান্ত হন মুম্বই থেকে ফেরত আসা দাসপুরের এক যুবক। এবার আক্রান্ত হলেন ওই যুবকের বাবা। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২। আজ আক্রান্তকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কলকাতার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। দাসপুরের ওই গ্রাম ফাঁকা করে দিয়েছে প্রশাসন।
দু’দিন আগে দাসপুর থানা এলাকার ওই যুবককে কোরোনা পজ়িটিভ পাওয়া যায়। ওই যুবক ২২ মার্চ জ্বর নিয়ে মুম্বই থেকে ফেরেন। তাঁর জ্বর, কাশি ও গলা ব্যথার উপসর্গ দেখা দেয়। এই অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে না গিয়ে ওই যুবক ঘরেই ছিলেন এবং বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা মারা এবং ঘোরাঘুরি করেছিলেন।
অবশেষে জ্বর এবং গলায় ব্যথা বাড়তে থাকায় ওই যুবককে ২৮ তারিখে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। তাঁর লালারসের টেস্টে কোরোনা পজ়িটিভ ধরা পড়ে। তাড়াতাড়ি তাঁকে মেদিনীপুর থেকে কলকাতায় বেলেঘাটা ID হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। দাসপুরের ওই গ্রাম সিল করে দেয়। এলাকার যার যার সাথে ঘুরেছিলেন ওই যুবক এবং যাঁদের বাড়ি যাতায়াত করেছিলেন এরকম ৩০০ জনকে কোয়ারানটাইনে রাখা হয়। দফায় দফায় মেডিকেল চেকআপ করা হয় গ্রামের মানুষদের। থার্মাল স্ক্যানার দিয়ে আশপাশের গ্রামগুলির মানুষদের চেকআপ করা হয়। বাড়ির সদস্যদেরও মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। টেষ্টে ওই যুবকের বাবারও পজ়িটিভ ধরা পড়ে। তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ কলকাতার ID হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Be the first to comment