স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষার জন্য সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু তারপরও বেলেঘাটা ID হাসপাতালের এক নার্স কোরোনায় আক্রান্ত হলেন। তিনি কোরোনা ওয়ার্ড কর্মরত ছিলেন। ওই ওয়ার্ডে কর্মরত চতুর্থ শ্রেণির আরও দুই কর্মীর রিপোর্টেও কোরোনা পজিটিভ পাওয়া গেছে।
বেলেঘাটা ID হাসপাতাল সূত্রে খবর, সংক্রমিত ওই নার্স খিদিরপুরের বাসিন্দা। তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসার পর আরও সতর্ক হয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ তাঁদের মতে, প্রোটোকল অনুযায়ী সকলের স্বাস্থ্য সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু তারপরও ওই নার্স ও চতুর্থ শ্রেণির দুই কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন।
তাই এবার কোনওরকম ঝুঁকি না নিয়ে কোরোনা ওয়ার্ডে কর্মরত এমন ১১ জন নার্স ও চতুর্থ শ্রেণির এক কর্মীকে কোয়ারানটিনে রাখা হয়েছে। ইতিমধ্যে তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত তাঁদের রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষ পাননি। কীভাবে ওই নার্স ও দুই কর্মী সংক্রমিত হলেন তা এখনও জানা যায়নি। তবে, সংক্রমণের উৎস খোঁজার কাজ চলছে।
অন্যদিকে, মঙ্গলবার SSKM হাসপাতালের এক সিনিয়র চিকিৎসকের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর মেলে। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি SSKM-এ চিকিৎসাধীন ছিলেন। পরে রিপোর্টে কোরোনা পজিটিভ পাওয়ার পর তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা SSKM হাসপাতালের ১০ চিকিৎসককে কোয়ারানটিনে রাখা হয়েছে।
Be the first to comment