বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মতিথি উৎসব পালিত হলো। বিবেকানন্দ মন্দিরে ভোরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় ৷ এরপর মন্দিরে হয় বেদপাঠ ও স্তবগান। তারপর স্বামীজির মন্দিরে বিশেষ পূজা, হোম প্রভৃতির আয়োজন করা হয়। সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণ দেবের আরতির পর স্বামীজির মন্দিরে সন্ধ্যারতির আয়োজন করা হয়েছে।
স্বামীজির জন্মতিথি উৎসব উপলক্ষে মূল মন্দিরের পাশে তৈরি করা সভা-মণ্ডপেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে কঠোপনিষদ পাঠ, উচ্চাঙ্গ সঙ্গীত, ধ্রুপদ, খেয়াল, মার্গসঙ্গীত, ভজন, বাঁশিবাদন ৷ এছাড়াও ধর্মসভার আয়োজন করা হয়েছে।
স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে রবিবার সকাল থেকেই বেলুড় মঠে অগণিত ভক্ত ভিড় জমিয়েছেন। দর্শনার্থীদের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে ৷
Be the first to comment