‘পশ্চিমবঙ্গ’ এখন অতীত, শুরু হল ‘বাংলা’-র পথ চলা

Spread the love

অবশেষে পড়লো সিলমোহর ৷ এখন আর পশ্চিমবঙ্গ নয়, এবার থেকে রাজ্যের নাম শুধুই ‘বাংলা’ ৷ বৃহস্পতিবার বিধানসভায় পাস হল সেই প্রস্তাব। এদিন বিধানসভায় রাজ্যের নাম বাংলা করা নিয়ে প্রস্তাব পেশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই প্রস্তাবই বিধানসভায় পাস হয়েছে। সর্বদলমত নির্বিশেষে রাজ্যের ‘পশ্চিমবঙ্গ’ নাম বদলে নতুন নাম ‘বাংলা’ রাখতে সম্মতি জানিয়েছে।

এদিন বিধানসভার বাদল অধিবেশনে রাজ্যের নাম বদলের প্রস্তাবটি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলা, ইংরেজি, হিন্দি- এই তিন ভাষায় রাজ্যের তিনরকম নাম লেখা হয়ে থাকে। বাংলায় রাজ্যের নাম লেখা হয় ‘পশ্চিমবঙ্গ’। ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’। আর হিন্দিতে ‘বাঙ্গাল’।  মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রকের তরফে রাজ্যের একটি নাম নির্দিষ্ট করতে বলা হয়েছে। সেই নাম-ই প্রত্যেক ভাষায় ব্যবহার করা হবে। সেক্ষেত্রে রাজ্যের নাম ‘বাংলা’ রাখার পক্ষেই বিধানসভায় সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আর্জি জানান, রাজনৈতিক বিরোধিতা দূরে সরিয়ে রেখে রাজ্যের নাম ‘বাংলা’ রাখতে সবাই যাতে সহমত হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের অগাস্ট মাসে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নাম বদলের প্রস্তাব গৃহীত হয়েছিল। তখন ঠিক হয়েছিল, পশ্চিমবঙ্গের নাম বাংলায় হবে “বাংলা”, ইংরেজিতে হবে “বেঙ্গল” এবং হিন্দিতে হবে “বাঙ্গাল”। এরপর বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব এনে সেটি পাশ করা হয়। তবে বিরোধীরা সেই প্রস্তাবকে সমর্থন করেনি। প্রস্তাবটি পাশ করার পর সেটি পাঠানো হয় স্বরাষ্ট্রমন্ত্রকে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক সেই প্রস্তাবটি খারিজ করে দেয়। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, তিনটি ভাষায় রাজ্যের নাম একই রাখতে হবে। 

এরপর সিদ্ধান্ত নেওয়া হয় বিধানসভায় বাদল অধিবেশনে প্রস্তাবটি সংশোধন করে ফের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো হবে। সেইমতো আজ বিধানসভায় পেশ করা হয় সংশোধনী প্রস্তাব। এদিকে রাজ্যের নাম বদল নিয়ে আলোচনায় এদিন অংশ নেয়নি বিজেপি ৷ বিজেপি বিধায়করা প্রস্তাবের বিরোধিতাও করেনি বলে জানা গিয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*