কন্যাশ্রীর পর বিশ্ব দরবারে এবার সমাদৃত হল রাজ্যের আরও দুই প্রকল্প। রাষ্ট্রসংঘের ‘চ্যাম্পিয়ন প্রজেক্ট’-এর শিরোপা পেলো ‘সবুজ সাথী’ প্রকল্প। একইসঙ্গে রাষ্ট্রসংঘের পুরস্কারের দাবিদার ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পও বলে জানানো হয়েছে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে। কন্যাশ্রী প্রকল্পের পর মমতা সরকারের এই দুই প্রকল্পের আন্তর্জাতিক স্বীকৃতি বাংলার মুকুটে নয়া পালক জুড়লো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, ‘ক্যাপাসিটি বিল্ডিং’ বা ‘দক্ষতা সৃষ্টি’ বিভাগে বিশ্বের ১৪৩টি প্রকল্পের মধ্যে সেরা পাঁচে জায়গা করে নিয়ে চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছে ‘উৎকর্ষ বাংলা’। তবে শেষ পর্যন্ত ‘উৎকর্ষ বাংলা’ সেরার সেরা হয় কিনা, তা জানা যাবে চলতি বছরের ৯ এপ্রিল। সেদিনই জেনিভাতে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক টেলি যোগাযোগ ইউনিয়নের সদর দফতরে পুরস্কার বিতরণ হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এর আগে ‘কন্যাশ্রী’ প্রকল্পকে সেরার শিরোপা দিয়েছিল রাষ্ট্রসংঘ।
Be the first to comment