
রোজদিন ডেস্ক, কলকাতা:- অপেক্ষার অবসান। আগামীকাল ১৪ এপ্রিল শুভ উদ্বোধন হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক। প্রতিবছরের মতো এদিনও চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে যাবেন।
অন্যান্য বছরের মতো পয়লা বৈশাখের আগের দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে পুজো দিতে যান। প্রশাসন সূত্রে খবর, প্রতি বছরের মতো এ বারেও পুজো দিতে চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে যাবেন। পাশাপাশি কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন মেয়র ফিরহাদ হাকিম, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার প্রমুখ। রবিবার থেকেই কালীঘাট মন্দির চত্বরে উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
কালীঘাট স্কাইওয়াকের ভিডিয়ো পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির সম্পর্কে কিছু স্মৃতিচারন করেন। তিনি লেখেন, ‘৫১টি পবিত্র শক্তিপীঠের মধ্যে একটি হিসেবে, কালীঘাট মন্দিরটি অসংখ্য ভক্তের কাছে ঐশ্বরিক তাৎপর্য বহন করে। সেই ভক্তদের মধ্যে আমি একজন।’
এরপরই স্মৃতির পাতায় ফিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন,’ আমার খুব স্পষ্ট মনে আছে, আমি প্রতি বছর মায়ের সঙ্গে মন্দিরে যেতাম পুজো দিতে। সেইসব স্মৃতি খুবই পবিত্র।’ পোস্টে এরপর মমতা লিখছেন,’আজ, আমি জনগণকে একটি অত্যাধুনিক স্কাইওয়াক উপহার দিতে পেরে বিনীত বোধ করছি, যা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং মেট্রো এবং প্রধান সড়কের সাথে নির্বিঘ্নে সংযুক্ত। এটি তীর্থযাত্রীদের, বিশেষ করে বয়স্কদের জন্য স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করবে।’
গোটা পোস্টটির শেষ পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,’ পয়লা বৈশাখের আগে, আপনাদের প্রতি আমার এই প্রণাম। আর তাঁর প্রতিও। মা কালী যেন আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করেন।’
Be the first to comment