রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ১৪৫৬, মৃতের সংখ্যা বেড়ে ৭২

Spread the love

রাজ্যে আরও বাড়ল সংক্রমণ। বাংলায় নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৫৬। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বেড়েছে তেমনি বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও। বুধবার পর্যন্ত রাজ্যে করোনায় মৃত বেড়ে ৭২। নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

নতুন করে রাজ্যে ১১২ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৪ জনের করোনায় মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মোট মৃত্যু বেড়ে ৭২। বুধবার পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ২৬৫ জন।

করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করছে রাজ্য সরকার। স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, বর্তমানে রাজ্যের মোট ১৫টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যের ১০টি সরকারি ও ৫টি বেসরকারি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা হচ্ছে। কোনও-কোনও জায়গায় করোনা পরীক্ষার নামে ভুয়ো টেস্ট করে প্রতারণা করছে কেউ-কেউ। একটি ক্ষেত্রে পুলিশ অভিযোগ পেয়েই ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

সাধারণ মানুষের সুবিধার্থে তাঁর পরামর্শ, ‘আইসিএমআর অনুমোদিত ল্যাবরেটরিতেই করোনা টেস্ট হতে পারে। এছাড়া আর কোনও ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা করাতে যাবেন না।’ করোনা পরীক্ষা যাতে আরও ব্যাপকমাত্রায় করা যায় সেব্যাপারে সচেষ্ট রাজ্য সরকার। শীঘ্রই রাজ্যের আরও ১২টি ল্যাবরেটরিতে করোনা টেস্টের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্য আরও ১০টি সরকারি ও ২টি বেসরকারি মেডিক্যাল কলেজ আইসিএমআর-এর কাছে করোনা পরীক্ষার জন্য অনুমতি চেয়েছে।

এনআরএস ও বাঁকুড়া মেডিক্যাল কলেজ করেনাা টেস্টের জন্য প্রস্তুত। প্রয়োজনীয় অনুমতি পেলেই ওই দুই মেডিক্যাল কলেজে করোনা টেস্ট শুরু হয়ে যাবে। এই মুহূর্তে রাজ্যে ৬৭টি কোভিড হাসপাতাল আছে। সেই হাসপাতালগুলিতে ৮ হাজার ৩৬টি বেড আছে। ওই হাসপাতালগুলি মিলিয়ে ২৭১টি ভেন্টিলেটর আছে। এখনও পর্যন্ত ৩০টি ক্ষেত্রে ভেন্টিলেটর ব্যবহারের প্রয়োজন পড়েছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

এছাড়াও রাজ্যের কোভিড হাসপাতালগুলিতে আইসিইউ বেড রয়েছে ৮৬০টি। করোনা মোকাবিলায় চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত পিপিই ও মাস্ক দেওয়া হয়েছে বলে জানিয়ছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

মোট কোভিড কেস – ১৪৫৬
নতুন পজিটিভ কেস – ১১২ (গতকাল ছিল ৮৫)
মোট অ্যাক্টিভ কেস – ১০৪৭
গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ২৫৭০ (দৈনিক সর্বোচ্চ)
মোট টেস্ট এর সংখ্যা – ৩০,১৪১ 
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন – ১
মোট সুস্থ হয়েছেন – ২৬৫
গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা – ৪
কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ৭২
কো-মরবিডিটির কারণে মৃত্যুর সংখ্যা – ৭২
হোম কোয়ারিন্টিনে রয়েছেন – ৯৬৬৩
প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে রয়েছেন – ৪৬০৪
শুধু করোনা চিকিৎসার জন্য রাজ্যে ৮০৩৬ শয্যা বিশিষ্ট ৬৭ টি কোভিড হাসপাতাল রয়েছে, ৮৬০ টি আই সি ইউ বেড, ২৭১ টি ভেন্টিলেটর রয়েছে (এখনও পর্যন্ত ৩০টি ব্যবহৃত হচ্ছে)

কলকাতা মেডিকেল কলেজ কোভিড হাসপাতাল হচ্ছে। ৭ই মে থেকে পূর্ণ সময়ের জন্য চালু হবে। এটি রাজ্যের ৬৮ তম কোভিড হাসপাতাল।

কারা কারা টেস্ট করাতে পারেন? আইসিএমআর এর প্রোটোকল অনুযায়ী সেগুলি হল:
•  বিদেশ ফেরত ব্যক্তিদের সংস্পর্শে আসা মানুষজন •  যেসব স্বাস্থ্যকর্মীদের উপসর্গ আছে •  ল্যাবরেটরিতে পজিটিভ কেসের সংস্পর্শে আসা ব্যক্তি যাদের উপসর্গ আছে•  এসএআরআই রোগী •  পজিটিভ কেসের রোগীদের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংস্পর্শে আসা ব্যক্তি যাদের উপসর্গ আছে•  কন্টেনমেন্ট জোনের কোন গর্ভবতী মহিলা যার আগামী ৫ দিনের মধ্যে ডেলিভারি হবে •  সরকারী বা বেসরকারী হাসপাতাল বা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার সুপারিশ করলে। 

আড়াই লক্ষ পরিযায়ী শ্রমিককে মাসিক ১০০০ টাকা আর্থিক সহায়তা করা হয়েছে
গত ৭ ই এপ্রিল থেকে ৩ রা মে পর্যন্ত রাজ্যের ৬ কোটি বাড়ি সার্ভে করেছেন আশা কর্মীরা
ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী, পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই অনেককে ফিরিয়ে আনা হয়েছে।

এন্ট্রি এবং এক্সিট অ্যাপ। এগিয়ে বাংলা ওয়েবসাইটে পাওয়া যাবে, যেখানে লোকেরা নির্বিঘ্নে এন্ট্রি এবং এক্সিটের জন্য আবেদন করতে পারেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*