বাংলায় সুস্থ হয়ে ওঠার হার বেড়ে প্রায় ৭৫ শতাংশ, মৃত আরও ৫১

Spread the love

বাংলায় একদিনে কমল মৃতের সংখ্যা৷ বাড়ল সুস্থ হয়ে উঠার হার ৷ কমলো টেস্টের সংখ্যা ৷ রবিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় একদিনে কিছুটা কমলো মৃতের সংখ্যা ৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫১ জনের ৷ শনিবার ছিল ৫৮ জন ৷ শুক্রবার ছিল ৬০ জন ৷

তবে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২,৪২৮ জন ৷ একদিনে আক্রান্ত তিন হাজারের বেশি ৷ পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,০৬৬ জন ৷ শনিবার ছিল ৩,০৭৪ জন ৷ শুক্রবার ছিল ৩,০৩৫ জন ৷ তবে এই পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ১৬ হাজার ৪৯৮ জন ৷

অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বেড়ে হয়েছে ২৭ হাজার ২৯৯ জন ৷ একদিনে বেড়েছে মাত্র ৮০ জন ৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,৯৩৫ জন ৷ শনিবার ছিল ২,৬৪৭ জন ৷ শুক্রবার ছিল ২,৫৭২ জন৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৮৬ হাজার ৭৭১ জন ৷

সুস্থ হয়ে উঠার হার বেড়ে হল ৭৪.৪৮ শতাংশ ৷ শনিবার ছিল ৭৩.৯১ শতাংশ ৷ শুক্রবার ছিল ৭৩.৫৭ শতাংশ অর্থাৎ বাংলায় প্রতিদিনই বাড়ছে সুস্থ হয়ে উঠার হার ৷ একদিনে কিছুটা কমল টেস্টের সংখ্যা ৷ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৩২ হাজার ২৮৬ টি ৷ শনিবার ছিল ৩৪ হাজার ২১৪ টি ৷ শুক্রবার ছিল ৩১ হাজার ৩১৭ টি ৷

এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ১৩ লক্ষ ১৪ হাজার ৭৭২টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ১৪,৬০৯ জন৷ যে ৫১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৩ জন৷ উত্তর ২৪ পরগনারও ১০ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৪ জন৷ হাওড়া ৯ জন৷ হুগলি ১ জন৷ পূর্ব বর্ধমান ২ জন৷ পূর্ব মেদিনীপুর ৩ জন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*