বাংলায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেলো, সুস্থ হয়েছে ১০,১৯০ জন

Spread the love

বাংলায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল৷ এর মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের৷ তবে উল্লেখযোগ্য হারে বেড়েছে সুস্থ হয়ে উঠার হারও৷ এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ১০ হাজারের বেশি৷

বৃহস্পতিবার,রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী,গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪৮৮ জন৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০,১৯০ জন৷ যা শতাংশের হিসেবে ৬৫.১২ শতাংশ৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৬৩.৯৪ শতাংশে৷ এদিকে প্রতিদিনই কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ ৫ হাজারের নিজে নেমে এই মূহূর্তে সংখ্যাটা ৪৮৫২ জন৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৪৮৮০ জনে৷

বাংলায় করোনা আক্রান্তের থেকে সুস্থের সংখ্যা বেশি৷ প্রতিদিনই যত আক্রান্ত হচ্ছে, তার থেকে বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন৷ নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭৫ জন৷ আর সুস্থ হয়ে উঠেছেন ৪৮৮ জন৷ তবে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫,৬৪৮ জন৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে ৪৮৫২ জন৷

নতুন করে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬০৬ জনে৷ যে ১৫ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কলকাতার ৬ জন৷ উত্তর ২৪ পরগনার ২ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ হাওড়ার ১ জন৷ পশ্চিম মেদিনীপুরের ১ জন৷ উত্তর দিনাজপুরের ১ জন৷ দার্জিলিং এর ২ জন৷

বাংলায় নতুন করে ৯,৪৯২ টি টেস্ট হয়েছে৷ ফলে এই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ২৫৮ জনের৷ প্রতি মিলিয়নে টেস্ট ৪৮৮১ জন৷ যা শতাংশের হিসেবে ৩.৫৬ শতাংশ৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৫০টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৩টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ বাংলায় ৭৮ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷

এর মধ্যে সরকারি ২৫ টি হাসপাতাল ও ৫৩ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে আইসিইউ শয্যা রয়েছে ৯৪৮টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৩৯৫টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷

এই পর্যন্ত শুধু কলকাতায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫১ জন৷ মোট আক্রান্ত ৫,১৩৩ জন৷ এর মধ্যে গত ২৪ ঘন্টায় শহরে আক্রান্ত ১৬৩ জন৷ নতুন করে ছাড়া পেয়েছেন ১৯৬ জন৷ ফলে কলকাতায় মোট ছাড়া পেলেন ২৯২৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৮৫৪ জন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*