বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। সব রাজনৈতিক দলই নিজেদের মত করে ঘর গোছাতে ব্যস্ত। তবে এবার মূল লড়াই তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি। নির্বাচন কবে হবে তা ঘোষণা এখনও হয়নি। তবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে জুন মাসে করা হয়েছে। যা সাধারণত মার্চ, এপ্রিল মাসে হয়। সূত্রের খবর বিধানসভার নির্বাচন হতে চলেছে এপ্রিল মাসেই। এমনও শোনা যাচ্ছে যে, ৬ দফায় হবে নির্বাচন। নির্বাচন পরিচালনা করতে থাকবে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। এমনটাই জানা যাচ্ছে। আপাত নির্ঘণ্ট ঘোষণা কবে হয় সে দিকেই তাকিয়ে সবাই। নিউ নরমালে কোভিড পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে ভোট পরিচালনা করবে নির্বাচন কমিশন।
Be the first to comment