বাংলায় রাজনীতি না হলে বাংলার কৃষকরাও এই সুবিধা পেতেন, কৃষি আইনের পক্ষে রাজ্যসভায় বক্তব্য মোদীর

Spread the love

রাজ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের একবার কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন তিনি বলেন, ‘কৃষক আন্দোলন নিয়েও অনেক কথা বলা হচ্ছে। কিন্তু কৃষিমন্ত্রীর প্রশ্নের জবাব কেউ দিচ্ছে না। দেশে ৩৩ শতাংশ কৃষকের কাছে জমি ২ বিঘের কম। ১৮ শতাংশ কৃষকের কাছে ২-৪ বিঘে জমি আছে। আজ দেশে ছোট কৃষকের সংখ্যা ৬৮ শতাংশ। ৮৬ শতাংশ কৃষকের জমি ২ হেক্টরের কম এমন কৃষকের সংখ্যা দেশে ১২ কোটির বেশি এই ক্ষুদ্র কৃষকদের সম্পর্কে চিন্তা আমাদের করতে হবে।

তিনি আরোও বলেন, বাংলায় রাজনীতি না হলে বাংলার কৃষকরাও এই সুবিধা পেতেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য পেনশনের সুবিধাও করা হয়েছে। গণতন্ত্র নিয়ে বিরোধীরা সংসদে অনেক কথা বলেছেন মনে হচ্ছিল যেন বাংলার কথা বলছেন! গণতন্ত্র নিয়ে বিরোধীরা যা বলেছেন মানুষ তা বিশ্বাস করে না। ভারত শুধু বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র নয় ভারত গণতন্ত্রের জননী। ভারতের গণতন্ত্রের পথ দেখিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যুব সমাজকে নেতাজির আদর্শের পাঠ দেওয়া প্রয়োজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*