মমতার হাত ধরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পাশে চালু হল ‘বাংলার হাট’, নাম দিলেন ‘রূপান্ন’

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পাশে একটি নতুন প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করেন এবং এর নামকরণ করেন ‘রূপান্ন’। একইসঙ্গে, কনভেনশন সেন্টারের সংলগ্ন ‘বাংলার হাট’-এরও উদ্বোধন করেন তিনি। ‘বাংলার হাট’-এ ছয়টি স্থায়ী স্টল রয়েছে, যেখানে বাংলার বিভিন্ন জেলার হস্তশিল্প ও হ্যান্ডলুমের বিভিন্ন সামগ্রী প্রদর্শিত ও বিক্রিত হবে।

ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্প ও টেক্সটাইল দফতরের শীর্ষ আধিকারিকের কথায়, “বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সারা বছর ধরেই জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিনিধি আসেন ৷ কিন্তু, তাঁরা সময়ের অভাবে বাংলার হস্তশিল্প ও তাঁতশিল্পের পণ্য দেখার সুযোগ পান না। সেই কারণেই ‘বাংলার হাট’ তৈরি করা হয়েছে, যাতে এসব শিল্পকে কনভেনশন সেন্টারের মধ্যেই তুলে ধরা যায়। এতে বাংলার কারিগররাও উপকৃত হবেন, কারণ প্রতিনিধিরা এখান থেকেই তাঁদের তৈরি সামগ্রী কিনতে পারবেন।”

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*