ঋণ কাঠামোর পুনর্গঠন ও আদায় হওয়া করে রাজ্যের অংশ বাড়ানোর দাবি শাসক, বিরোধীদের Jul 16, 2018 11:53 pm Rojdin desk বাংলা 0 Spread the loveরাজ্যের উন্নয়নে ঋণ কাঠামোর পুনর্গঠন এবং আদায় হওয়া করে রাজ্যের অংশ বাড়ানোর দাবি জানাল শাসক ও বিরোধী দলগুলি। পঞ্চদশ অর্থ কমিশনের কাছে সোমবার এই দাবি জানানো হয়। রাজ্যের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করতে এবং তাদের অভাব অভিযোগ ও পরামর্শ নথিভুক্ত করতে অর্থ কমিশনের সদস্যরা আজ নবান্নে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত সহ বামফ্রন্টের অন্য শরিক দলের সদস্য, কংগ্রেস ও BJP সকলেই আদায় হওয়া করে রাজ্যের অংশীদারি বাড়ানোর দাবি জানায়। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর পঞ্চদশ অর্থ কমিশনের সদস্যরা রাজ্যের বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান ও জেলা পরিষদের সভাধিপতিদের সঙ্গে বৈঠক করেন।
Be the first to comment