গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সিল করে দেওয়া হল বাংলা ঝাড়খণ্ড সীমানা, পণ্যবাহী গাড়িকে ঢুকতে দেওয়া হচ্ছে না

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই সিল করে দেওয়া হল বাংলা ঝাড়খণ্ড সীমানা। পণ্যবাহী গাড়ি গুলিকে ঢুকতে দেওয়া হচ্ছে না বাংলায়। ফলে বিপাকে পড়েছেন গাড়ি চালকরা।

মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে গত চারদিন ধরে অনবরত জল ছাড়ায় বাংলার বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতির জন্য বুধবার ও বৃহস্পতিবার পরপর দুদিন ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী তিনদিন বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত সিল করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই বৃহস্পতিবার বিকেল থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের কুলটির ডুবুরডিহি চেকপোস্টে বাংলা ও ঝাড়খণ্ড বর্ডার সিল করে দেয় আসানসোল দুর্গাপুর পুলিশ।
ডিসিপি (সদর) অরবিন্দ কুমার আনন্দ বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, রাজ্য সরকারের তরফে একটা নির্দেশ এসেছে। তাতে আগামী তিনদিনের জন্য বাংলা ঝাড়খণ্ড সীমান্ত সিল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই চেকপোস্টে নাকা চেকিং করে নজরদারি চালানো হবে।
পুরো জাতীয় সড়কে লোহার গার্ডরেল দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের দিক থেকে আসা সব ধরনের বড় গাড়ি আটকানো হচ্ছে। তাদেরকে বাংলায় ঢুকতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে ছোট ব্যক্তিগত গাড়িকে আটকানো হচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*