সোমবার বিকেল থেকে কলকাতা-সহ রাজ্যের ২৩ জায়গায় লকডাউন। সোমবার বিকেল ৫ টা থেকে শুরু হচ্ছে এই লকডাউন। তবে এই সময় খাবেন কী, চলবে কী করে- যদি এমনটা ভেবে থাকেন তাহলে চিন্তা করবেন না একদমই। কারণ এই কটা দিন বাড়িতে থাকতে যা যা প্রয়োজন আপনাদের, তার সমস্ত ব্যবস্থাই করছে রাজ্য সরকার। কোনও দুশ্চিন্তা করবেন না।
কারণ বাকি সমস্ত কিছু বন্ধ থাকলেও অত্যাবশ্যকীয় পণ্য অর্থাৎ পাণীয় জল, ব্যাংক, টেলিফোন, ইন্টারনেট, রেল, খাদ্য, সবজি, রান্নার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, হাসপাতাল, মেডিক্যাল সেন্টার, ওষুধের দোকান ও বিদ্যুৎ পরিষেবা চালু থাকবে। খোলা থাকবে রেশন দোকানও। পাড়ার দোকানও খোলা থাকবে। পাবেন দুধ, পাউরুটির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসও। খোলা থাকবে মাছ মাংসের দোকান, পেট্রল পাম্প, ব্যাংকও।
অর্থাৎ যে সব ক্ষেত্রকে ছাড় দেওয়া হয়েছে, সেগুলি হল আইনশৃঙ্খলা, আদালত ও সংশোধনাগারের পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, পুলিশ, সশস্ত্র বাহিনী ও আধা সামরিক বাহিনী, দমকল, সিভিল ডিফেন্স, জরুরি পরিষেবা, টেলিকম, ইন্টারনেট, আইটি ও ডাক বিভাগ, ব্যাংক ও এটিএম, রেশন, মুদি দোকান, সবজি, ফল, মাছ, মাংস, দুধ, পাউরুটি বিক্রি, হিমঘর, মুদির ই-কমার্স, খাবার জিনিস, হোম ডেলিভারি, পেট্রল পাম্প, এলপিজি গ্যাস, তেলের এজেন্সি, ওষুধের দোকান, চশমার দোকান, সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া।
Be the first to comment