
রোজদিন ডেস্ক, কলকাতা:- শুক্রবার সকালে রাইসিনা হিলসে দেশের বেশ কয়েকটি রাজ্যের সাংসদদের সৌজন্যমূলক প্রাতঃরাশ ও চা-চক্রে নিমন্ত্রণ জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সৌজন্যমূলক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বাংলার রাজ্যসভা, লোকসভার সমস্ত দলের সাংসদরা।
এদিন, প্রাতঃরাশ ও চা-চক্রে সৌজন্য বিনিময়ের মধ্যেই তৃণমূলের মহিলা সাংসদরা রাজ্যের অপরাজিতা বিলের প্রসঙ্গ তোলেন। তাঁরা আবেদন করেন দ্রুত বিলটা পাস করার জন্য। সূত্রের খবর, এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, ‘গোটা বিষয়টি তাঁর মনে আছে।’
এই প্রসঙ্গে দলের রাজ্যসভা সাংসদ দোলা সেন জানালেন, ‘বাংলা-সহ অন্যান্য রাজ্যের সাংসদরা আজ রাষ্ট্রপতি ভবনে প্রাতঃরাশে আসার সুযোগ পেয়েছিলেন। সেখানেই আমি, কাকলি, জুন, মৌসম প্রত্যেকেই ওনার কাছে বিধানসভায় পাস হওয়া অপরাজিতা বিল অনুমোদনের আর্জি রাখি।’
প্রসঙ্গত, চলতি বছরের ১৩ ফ্রেবুয়ারি অপরাজিতা বিল কার্যকরের দাবি নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয় তৃণমূল। আরজি করের ঘটনায় সাড়া পড়ে যায় গোটা দেশে। প্রতিবাদ আন্দোলনে গোটা দেশ পথে নামে। এর পরই রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ পেশ হয়। বিধানসভায় বিল পাস হওয়ার পর তা এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেই নিয়েই লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে পৌঁছায় তৃণমূলের প্রতিনিধি দল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল সাংসদদের ১১ জনের প্রতিনিধিদল। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ ব্রায়েন ছাড়া দলে তৃণমূলের নয়জন মহিলা সাংসদরাও।
Be the first to comment