স্বাধীনতা দিবসের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নিজেদের কর্ম দক্ষতার জন্য পদক পাচ্ছেন রাজ্যের ৭ পুলিশ অফিসার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রতিবছরই প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসের আগে সারা দেশ থেকে দক্ষ পুলিশ আধিকারিকদের বেছে পুরস্কৃত করে। প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসের কুজকাওয়াজের আগে তাদের পদক প্রদান করেন রাষ্ট্রপতি।
তবে এবার কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ পদক প্রদানের জন্য সারা দেশ থেকে ৬৪ জন পুলিশ অফিসারকে বেছে নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। যার মধ্যে বাংলার ৭ জন রয়েছেন। এরা সকলেই ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদ মর্যাদার। মূলত, মামলার তদন্তে পারদর্শীতা দেখানোয় রাজ্যের সাত পুলিশকর্মীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে। সাফল্যের সঙ্গে বিভিন্ন তদন্তের নিষ্পত্তি করার জন্যই তাঁদের পুরস্কৃত করা হচ্ছে বলে জানা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।
যদিও করোনার কারনে এবছর আর তাঁদের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার সৌভাগ্য হবে না। তবে বাংলা থেকে যে ৭ জন পুলিশ অফিসারদের নাম বেছে নেওয়া হয়েছে তাঁরা হলেন-
ইন্সপেক্টর শ্রী সুবীর কর্মকার
ইন্সপেক্টর শ্রীমতী শুক্লা সিনহা রায়
ইন্সপেক্টর শ্রী ডেনিস অনুপ লাকরা
ইন্সপেক্টর শ্রী বিজয় কুমার যাদব
সাব ইন্সপেক্টর শ্রী সুপ্রিয় ব্যানার্জি
সাব ইন্সপেক্টর শ্রী প্রদীপ পাল
লেডি সাব ইন্সপেক্টর শ্রীমতী বর্ণালি সরকার
দেখুন তালিকা!
Be the first to comment