গতকাল বিকেলে বেঙ্গল সাফারিতে মনিটরিং গাড়ির চালককে আক্রমণ করল সচিন নামের একটি চিতাবাঘ। সুরিন্দর পাল নামে ওই ব্যক্তির গলার কাছে থাবা দেয় বাঘটি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। তিনি স্থানীয় রাজফাপড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে, ঘটনার জেরে আজ লেপার্ড সাফারি বন্ধ রাখা হয়েছে পার্কে।
নিয়ম অনুযায়ী, সাফারি পার্কে খোলা এলাকায় বাঘ ও চিতা ছাড়াও অন্যান্য প্রাণীর নজরদারি করতে এলাকায় থাকে একটি করে মনিটরিং গাড়ি। গাড়ির ভিতর থেকেই কর্মীরা নজরদারি চালায়। কিন্তু গতকাল সুরিন্দরবাবু গাড়ি থেকে নেমে মোবাইলে ছবি তুলছিলেন। তখনই দূর থেকে এসে ঝাঁপিয়ে পড়ে সচিন। থাবা দিতেই পড়ে যান ওই ব্যক্তি। এরপর গলায় কামড়ে ধরে সে। কোনও মতে গাড়িতে ঢুকে প্রাণ বাঁচান। এরপর খবর পেয়ে এলাকায় গিয়ে তাঁকে উদ্ধার করে আনে রেসকিউ টিম।
ঘটনার জেরে আজ বন্ধ রাখা হয়েছে লেপার্ড সাফারি। যারা আজ সাফারিতে গেছিলেন তাদের লেপার্ড সাফারির টিকিট দেওয়া হয়নি। অনলাইনে যারা টিকিট কেটেছিলেন তাদের শুধুমাত্র ক্রল পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসা হয়। সাফারি পার্কের ডিরেক্টর অরুণ মুখার্জি এবিষয়ে জানান, ওই কর্মী কেন নেমেছিলেন তার তদন্ত হবে। আগেও তিনি কয়েকবার গাড়ি থেকে নেমেছিলেন। তাঁকে সতর্ক করা হয়েছিল। সচিন নামের পুরুষ চিতাটি আক্রমণ করে। আমরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছি। আজ সাময়িকভাবে লেপার্ড সাফারি বন্ধ রাখা হয়েছে।
Be the first to comment