
রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ হাইকোর্টের অনুমতি নিয়ে ফের শুভেন্দুর মিছিল। তমলুকের পর হলদিয়া, রাজ্যজুড়ে সনাতনীদের ওপর আক্রমণের অভিযোগে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে।
এদিন বিরোধী দলনেতা বলেন, ‘হলদিয়াকে শুকিয়ে দিয়েছে ওরা। নিয়োগ নেই হলদিয়াতে। উদ্বাস্তুদের সঙ্গে কথা বলা হয় না। কলকাতার রাজ না জেলার রাজ? নাকি গ্রামের রাজ? রাম নবমী হবে,ভালো করে শান্তিপূর্ণ হবে। সংবিধানে ২৫-২৮ পড়ুন। সকলের ধর্ম পালনের অধিকার আছে। আমরা অন্যদের বাধা দিই না।’
তিনি বলেন, ‘মায়েদের ৩০০০ টাকা দেবে। ২০০ ইউনিট বিদ্যুত ফ্রি। এক লক্ষ নয়, তিন লক্ষের বাড়ি দেবে। প্রতিবছর এসএসসি, জেলাতেই প্রাইমারি হবে। হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা। বন্ধু মুসলিমরা গায়ে মাখবেন না। আমি ভারতীয় মুসলিমদের বলছি না। রোহিঙ্গাদের বলছি।
বাংলার হিন্দু জনসংখ্যা ৮৫ শতাংশ। আজ ৬৭। টিকে থাকবেন তো? বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এখনও যদি ঐক্যবদ্ধ না হন তাহলে এই বাংলাও বাংলাদেশ হবে। ২৬-এ যদি তৃণমূল যদি লক্ষ্মীর ভাণ্ডারের লোভ দেখিয়ে, মুসলিমদের জুটিয়ে আমাদের কিছু হিন্দুকে এদিক-ওদিক করে জিতে যায়। তাহলে একই অবস্থা এই অবস্থা হবে। জাত-পাত-রাজনীতি দূরে সরিয়ে রাখো।’
শুভেন্দু অধিকারী এদিন আরো বলেন,’এই সরকার আমার বিরুদ্ধে কিছু নেড়িকে লেলিয়ে দিয়েছেন। আমি মেদিনীপুরের ছেলে ভয় পাই না। অযোধ্যার রাম মন্দিরের দিন কলকাতা পার্কসার্কাসে মিছিল করেন কেন?’
এদিন তিনি মুখ্যমন্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন,’কোনও সনাতনী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে পারে না, পারে না, পারে না….সরস্বতী পুজো, মহকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার পর কেউ ভোট দেবে না। মানুষ প্রস্তুত এই রাজ্য মোদীজির হাতে তুলে দেওয়ার জন্য।’
Be the first to comment