হরিয়ানায় গণপিটুনিতে খুন করা হয় বাঙালি পরিযায়ী শ্রমিক কে, রাজ্য কেন্দ্র সরকারের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন অধীরের

Spread the love

রোজদিন ডেস্ক :-  কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী হরিয়ানায় একজন বাঙালি পরিযায়ী শ্রমিকের সম্প্রতি ঘটে যাওয়া গণপিটুনি ঘটনার তীব্র নিন্দা করেছেন। যাকে গরুর মাংস বহনের সন্দেহে প্রমাণ ছাড়াই আক্রমন করা হয়। তিনি অপরাধীদের জন্য কঠোরঅনিকেত, দেবাশিসদের বিরুদ্ধে ‘টেরর কালচার’এর অভিযোগ আনলেন থ্রেট কালচারে অভিযুক্ত চিকিৎসকেরা শাস্তির দাবি করেছেন। একটি শক্তিশালী অ্যান্টি-মব লিঞ্চিং আইন প্রণয়ন এবং বাঙালি পরিযায়ী শ্রমিকের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি, যাতে এই গুরুতর অন্যায় মুকাবিলা করা যায় এবং ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে রোধ করা যায়।

অধীর চৌধুরী বলেছেন , “বাংলার পরিযায়ী শ্রমিককে হরিয়ানাতে সরকারি মদতে গোমাংস খাওয়ার অপরাধে মধ্যযুগীয় বর্বরতার কায়দায় খুন করা হল। সেখানে বিজেপি শাসিত রাজ্য গুলোয় এধরণের ঘটনা ভয়ংকর আকার নিচ্ছে।
এই বাংলার পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে নির্যাতন ও সাম্প্রদায়িক ঘৃণার শিকার হচ্ছে।
তীব্র নিন্দা করি এই ঘটনার, এর পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার চাই।
সেই সঙ্গে এরাজ্যের সরকার কে বলবো, যে কথা আমি আগেও বলেছি যে, পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা মন্ত্রক ও আলাদা অর্থ বরাদ্দ হোক। কোথায় কত বাংলার শ্রমিক আছে তার তথ্যই নেই !! “

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*