গরমের ছুটি ভরে উঠবে হামিতে

Spread the love

দেবযানী লাহা ঘোষ,

‘হামি’। দুটো দিলে একটা ফ্রি। স্কুলের টিফিন ভাগ করে খাওয়ার মজাই আলাদা ছিলো। ভাব, আড়ি, বন্ধুত্ব, আর সঙ্গে হামি। স্কুল জীবনের ফেলে আসা দিন। আর একরাশ নস্ট্যালজিয়া। এই সবকিছু নিয়েই ১১ মে আসছে নতুন বাংলা ছবি ‘হামি’। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায়। গত কয়েকবছর ধরেই গরমের ছুটি মানেই বাস্তব জীবনের ছবি ফুটে ওঠে চলচ্চিত্রের পর্দায়। নানা স্বাদের নানা বিষয়ে গল্প নিয়েই শিবপ্রসাদ আর নন্দিতা রায় হাজির হন দর্শকদের উপহার দিতে। সেই ইচ্ছে থেকে শুরু করে অসুখ, রামধনু, মুক্তধারা, বেলাশেষে, প্রাক্তন ও পোস্তো- এর পর এবার আসছে ‘হামি’।

আবারও একটি বর্তমান সমস্যা। স্কুলের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সম্পর্ককে কেন্দ্র করেই গড়ে উঠেছে হামির গল্প। বাবা-মায়েদের অবস্থান, শিক্ষক-শিক্ষিকাদের ভাবনা ও ছাত্র-ছাত্রীদের সম্পর্ক নিয়েই এই ছবির গল্প এগিয়েছে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ব্রত ও তিয়াসা। এছাড়াও, আছেন অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনিনীকা, গার্গী রায় চৌধুরী, দেবলীনা দত্ত ও দেবলীনা কুমার, সুজন মুখোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছবির সবকটি গানই গেয়েছেন খুঁদে শিল্পীরা।

ছবি মুক্তির আগে ছবি নিয়ে কী বলছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়-

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*