দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক আঙিনায় গাঁটছড়া বাঁধছে বাংলা ছবি

Spread the love

দেবযানী লাহা ঘোষ,

 ১৯ এপ্রিল। অভিনেতা দেবের জীবনের একটি স্মরণীয় দিন। আন্তর্জাতিক আঙিনায় এই প্রথম গাঁটছড়া বাঁধছে বাংলা ছবি অর্থাৎ, শুরু হতে চলেছে দেব এন্টারটেনমেন্টের চতুর্থ ছবি ‘হৈ চৈ আনলিমিটেড’। ৪ মে কলকাতায় শুরু হবে এই ছবির শুটিং। চার-পাঁচ দিন কলকাতায় শুটিং করে পুরো টিম উড়ে যাবে উজবেকিস্থান। ভারত উজবেকিস্থানের যৌথ কোলাবোরেশনে তৈরি হবে এই ছবি। শুধু তাই নয় বাংলা ভাষায় তৈরী ছবিটি রাশিয়া, কাজাকিস্থান, উজবেকিস্থান সমস্ত ভাষায় ডাব করে সেইসব দেশেও মুক্তি পাবে এই বাংলা ছবিটি। পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় হৈ হৈ করে টলিউডের শিল্পীদের সঙ্গে কয়েকজন উজবেকিস্থানের শিল্পীও অভিনয় করবেন এই ছবিতে।

টলিউডের শিল্পীদের মধ্যে রয়েছে দেব, শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মিমি চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, কনিনীকা, অর্ণ মুখোপাধ্যায় সহ আরও অনেকেই। কলকাতায় মউ চুক্তিতে উপস্থিত ছিলেন সুখারত রাজিভ, উজবেকিস্থানের প্রথম জেনারেল ডিরেক্টর গালিব নেমাতভ ও উজবেকিস্থান  ইন্টারন্যাশনাল রিলেশনশিপের হেড এবং উজবেকিস্থানের অভিনেত্রী লোলা এলতাভে।

দেব এন্টারটেনমেন্টের প্রযোজনার দুটো ছবি চ্যাম্প ও ককপিট। এই ছবি দুটোকে আবার রাশিয়ান, উজবেকিস্থান এবং কাজাকিস্থানের ভাষায় ডাব করে ওই সব দেশে দেখানো হবে। দেব মনে করেন ‘আমরা বাংলা ভাষায় ছবি করতে পারি কিন্তু তা তৈরী করার সময় সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মান বজায় রাখা হয় তাহলে বাংলার গন্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে কেন আমাদের ছবি মুক্তি পাবে না? বলিউডের ছবি যদি বিশ্বের দরবারে মুক্তি পায় তাহলে আমাদের বাংলা ছবিও মুক্তি পাবে’।

এবারের পুজোতে ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে বেড়ানোর স্বাদ পেতে দর্শক অবশ্যই হৈ চৈ আনলিমিটেড দেখতে হলে আসবেন এমনটাই আশা দেবের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*