
রোজদিন ডেস্ক, কলকাতা:- অর্থনৈতিক অগ্রগতিতে বড় সাফল্য বাংলার। সদ্য সমাপ্ত অর্থবর্ষে জিএসটি সংগ্রহের ক্ষেত্রে দেশের মোট সংগ্রহের হারের তুলনায় বাংলা এগিয়ে। রামনবমীর দিন সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানালেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অর্থ দফতরের সকল কর্মীদের শুভেচ্ছাও জানান তিনি।
শিল্প, স্বাস্থ্য, বিদ্যুতের পর এবার অর্থনৈতিক অগ্রগতিতে দেশের মধ্যে বড় সাফল্য বাংলার। জিএসটি আদায়ের ক্ষেত্রে ২০২৪-২৫ অর্থ বছরে বাংলা ৪,৮০৮ কোটি টাকা আদায় করেছে। আদায় বৃদ্ধির হার ১১.৪৩ শতাংশ। বিগত অর্থ বছরের হারকেও ছাপিয়ে গিয়েছে বাংলা। জাতীয় হারকেও ছাপিয়ে গিয়েছে বাংলা। উল্লেখ্য, দেশের ক্ষেত্রে জিএসটি আদায়ের হার ৯.৪৪ শতাংশ।
শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেল পোষ্টে লেখেন, ‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, পশ্চিমবঙ্গ তার নিজস্ব সম্পদ সংগ্রহে ক্রমাগত উন্নতি করছে, যা ২০২৪-২৫ অর্থবছরের শেষে সংকলিত আর্থিক ফলাফলে স্পষ্ট। জিএসটিতে ২৪-২৫ সালে, আমরা আগের বছরের তুলনায় ৪৮০৮ কোটি টাকা বেশি সংগ্রহ করেছি, যা ১১.৪৩% বৃদ্ধি নির্দেশ করে। এটি জাতীয় স্তরের (৯.৪৪%) থেকে ২% বেশি এবং আমাদের অভ্যন্তরীণ আর্থিক শক্তি বৃদ্ধির প্রমাণ দেয়। রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটিতে, নথিপত্র নিবন্ধনের সংখ্যা ৬০ হাজার বেড়েছে, যা আমাদের বাজারের গতিশীলতা দেখায়। ২৪-২৫ সালে সংগ্রহ আগের বছরের তুলনায় ১৯০৮ কোটি টাকা বেশি হয়েছে, যা ৩১.০৫% বৃদ্ধি নির্দেশ করে। এসবই প্রমাণ করে যে আমরা আত্মনির্ভরতা ও আর্থিক শৃঙ্খলায় বিশ্বাসী এবং আমাদের প্রশাসন বাংলার মানুষের কল্যাণে রাজ্যের অর্থব্যবস্থাকে সুসংহত করতে আন্তরিক। আমাদের অর্থদফতরকে অভিনন্দন এবং আমাদের সাথে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ।’
প্রসঙ্গত, জিএসটির দু’টি ভাগ থাকে। একটি ভাগ কেন্দ্রীয় সরকার পায়, যাকে সিজিএসটি বলে এবং অপর ভাগটি পায় রাজ্য, যাকে বলা হয় এসজিএসটি। কোনও পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিক্রি হলে তখন নেওয়া হয় ‘ইন্টিগ্রেটেড জিএসটি’ বা আইজিএসটি। এর টাকা প্রথমে পুরোটাই কেন্দ্রের কাছে যায়। তবে শুল্কের একটি অংশ পরে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হয়। সেই টাকা এসজিএসটি বাবদ রাজ্য পায়।
Glad to share that West Bengal is steadily progressing in its own resource mobilization efforts, which is evident from the fiscal results compiled at the end of the FY 2024-25.
In GST in 24-25, we have collected Rs. 4808 crore more than the preceding year, which shows 11.43%…
— Mamata Banerjee (@MamataOfficial) April 6, 2025
Be the first to comment