ফের জাত, ধর্মের গেরোয় প্রাণ দিল এক তরুণী। জাতের পার্থক্য থাকায় বিয়ের প্রস্তাবে মত দেয়নি প্রেমিকের পরিবার। অভিযোগ, লজ্জা ও অপমানে গলায় ফাঁস দিয়ে ঝুলে আত্মঘাতী হয়েছে ওই তরুণী।
বেঙ্গালুরুর বাল ভবনের কাছে কাবন পার্কে রবিবার সকালে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পার্কের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, একটি গাছের সঙ্গে দড়ির ফাঁস দিয়ে ঝুলছিল দেহ। তাঁরাই খবর দেন পুলিশে।
পুলিশ জানিয়েছে, ওই তরুণীর নাম সন্তোষী। নেপালের বাসিন্দা সন্তোষী তাঁর বাবার সঙ্গে ভিত্তল মল্য রোডের কাছে থাকত। স্থানীয় একটি স্পা-তে কাজ করত ওই তরুণী। তাঁর বাবা জানিয়েছেন, মাস কয়েক ধরে নরেশ নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় সন্তোষীর। নরেশের বাড়ি সম্পনগিরাম নগরে। একটি বেসরকারি সংস্থায় চাকরি করে সে।
পরিবারের সঙ্গে দেখা করাতে শনিবার বিকেলে নরেশ সন্তোষীকে তাঁর বাড়িতে নিয়ে যাবে বলেছিল। কিন্তু, তাতে মত দেয়নি নরেশের পরিবার। তাঁদের দাবি ছিল, যেহেতু সন্তোষীর জাত ভিন্ন তাই এই বিয়ে হওয়া সম্ভব নয়। তরুণীর চাকরি এবং তার পরিবার নিয়েও প্রশ্ন তোলে নরেশের পরিবার।
পুলিশ জানিয়েছে, সব কথা শোনার পর সন্তোষী নরেশের পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের মানানোর চেষ্টা করে। কিন্তু, লাভ হয়নি। উল্টে তরুণীকেই অপমান করেন তাঁরা। এর পরই আত্মঘাতী হয় সন্তোষী।
নরেশের পরিবারের বিরুদ্ধে কার্বন থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণীর বাবা। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Be the first to comment